প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২২:২৫
চাঁদপুর সকাল পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুর সকাল পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে
চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল বিন বাশার, জেলা বিএনপির সহ-সভাপতি মুনির চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ‘চাঁদপুর সকাল’-এর সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যকরী কমিটির সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ, পত্রিকার আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইয়াসিন ইকরাম, পত্রিকার বার্তা সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল শাহীন এবং ব্যবস্থাপনা সম্পাদক অধ্যাপক শাহ আলম।
বক্তারা তাঁদের বক্তব্যে ‘চাঁদপুর সকাল’-এর দীর্ঘ ১৯ বছরের সাংবাদিকতার পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।








