প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২৮
ধর্মীয় শিক্ষার পাশপাশি নৈতিক শিক্ষাও জরুরি
......... নুরে আলম তালুকদার

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার বলেছেন, ধর্মীয় শিক্ষার পাশপাশি নৈতিক শিক্ষাটাও জরুরি। আমাদের দেশে নৈতিক শিক্ষার অভাবে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ভরে গেছে। দেশ শাসনের নামে নিজেদের আখের গুছিয়ে রাজনৈতিক এবং ব্যবসায়ীরা ব্যাংক ও জনগণের টাকা হাতিয়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এর থেকে আমাদের এবং আগামী প্রজন্মকে শিক্ষা নিতে হবে। দেশকে ভালবাসতে হবে। একই সাথে সহিহ ও শুদ্ধভাবে কোরআন শিক্ষাও গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আলেম ও ওলামা ভাল ভূমিকা রাখবেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও বাইতুল আমান জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাৎসরিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি অনেক কষ্ট করে লেখপড়া শিখেছি। তাই আমি চাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে অন্তত লেখাপড়া করতে কষ্ট না পায়, অর্থাভাবে না ভোগে তাদের জন্যে কিছু করে যাওয়া। নারী শিক্ষাকে এগিয়ে নিতে এই এলাকায় একটি বালিকা বিদ্যালয় স্থাপনের চিস্তাভাবনা রয়েছে। আশা করছি এলাকাবাসী এগিয়ে আসবেন। যেই স্থানে মাহফিল হচ্ছে, সেখানে ৬ তলা বিশিষ্ট একটি মসজিদ কমপ্লেক্স করা হবে। যেখানে মসজিদ, হাফেজি মাদ্রাসা, একটি কারিগরি প্রতিষ্ঠানও থাকবে। যাতে আমাদের হাফেজরা ধর্মীয় শিক্ষায় পাশাপাশি কারিগরি শিক্ষায় এগিয়ে আসতে পারে।মসজিদ কমিটির সভাপতি মো. ইয়াকুব হোসেন স্বপনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন ঢাকার মিরপুর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন আশ্রাফী। বিশেষ বক্তা হিসেবে ফরিদগঞ্জ তুলাতলি মসজিদের খতিব হযরত মাওলানা মুফতী আনোয়ার হোছাইন (আমিনী), রুদ্রগাঁও বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম জিহাদী। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল কাদের ও মনির হোসেন তালুকদার।








