শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২২:১৫

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

চাঁদপুর-৫ আসনে মনোনয়ন ফরম নিলেন ৯ জন

কামরুজ্জামান টুটুল।।
চাঁদপুর-৫ আসনে মনোনয়ন ফরম নিলেন ৯ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯ জন। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীগণ হলেন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাও. আবুল হোসাইন,

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মির্জা গিয়াস উদ্দিন, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত আপেল প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান নয়ন, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ইউনাইটেড পার্টির চেয়ারম্যান জাকির হোসেন প্রধানীয়া ও স্বতন্ত্র জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।

এর মধ্যে হাজীগঞ্জ থেকে ৭ জন ও শাহরাস্তি থেকে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোয়নপত্র সংগ্রহের বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়