বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫

চাঁদপুরের পর্যটন শিল্পকে ঘিরে মহাপরিকল্পনা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরের পর্যটন শিল্পকে ঘিরে মহাপরিকল্পনা

চাঁদপুরের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে মহাপরিকল্পনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ সুদূরপ্রসারী উদ্যোগ বাস্তবায়িত হলে অনন্য উচ্চতায় পৌঁছবে নদীবিধৌত জেলা চাঁদপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের বিভিন্ন পরিকল্পনার কথা জানাজানি হলে আলোচনার ঝড় ওঠে। অনেকে উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ কেউ এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত সোমবার চাঁদপুর জেলা উন্নয়ন পরিকল্পনা সভায় পর্যটন বিষয়ে তিনটি নির্ধারিত উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনা করা হয়েছে। এই তিনটি পরিকল্পনা হলো : বড়োস্টেশন মোলহেডে ‘রিভারভিউ’ তৈরি, জেলা পরিষদ ডাক বাংলোর পেছনে ‘ডিসি পার্ক’ ও ডাকাতিয়া নদীর ওপরে ভাসমান রেস্তোরাঁ নির্মাণ ও ২৪-এর গণঅভ্যুত্থানকে স্মৃতিময় করার জন্য ‘ক্যাপে-২৪’ নির্মাণ।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুর শহরের তিন নদীর মিলনস্থল মোলহেড ঝুঁকিপূর্ণ এলাকা। সেখানে রিভারভিউ-এর মত বড় প্রকল্পের কাজ শুরুর পূর্বে সবদিক বিবেচনা পূর্বক পরিকল্পনা করা হবে। মোলহেডের ঝুঁকি কমানো ও শহর রক্ষায় আমরা এসব প্রকল্প পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।

তিনি আরো বলেন, চাঁদপুরে পরিকল্পিত উদ্যোগ নিলে বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা শিগগিরই কাজ শুরু করবো। তবে কেবল জেলা প্রশাসনের ওপর নির্ভরশীল হয়ে থাকা ঠিক হবে না। সকলকে পর্যটন শিল্প বিকাশ ও জেলার উন্নয়নে এগিয়ে আসতে হবে। তাহলে চাঁদপুর নিয়ে আমাদের স্বপ্ন ও চিন্তা আরো প্রসারিত হবে।

উন্নয়ন পরিকল্পনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী আহসান কবির প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে ‘জেলা প্রশাসন চাঁদপুর’ ফেসবুক আইডিতে পর্যটন নির্ভর চাঁদপুরের পরিকল্পনা সচিত্র ও ডামি ভিডিও উপস্থাপন করা হয়। এই পোস্টে প্রায় ৫শ’ মানুষ তাদের অভিমত ব্যক্ত করেছেন। চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ বলেন, জেলা প্রশাসনের পরিকল্পনা চমৎকার। এটি বাস্তবায়ন হলে জেলার জন্যে ভালো হবে।

গতকাল দিনভর চাঁদপুর শহরে এ পরিকল্পনা নিয়ে নেটিজনদের মধ্যে উৎসাহ ও আলোচনা করতে দেখা যায়। সুধি সমাজ পর্যটন শিল্প বিকাশে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্যে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়