বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬

শেখ হাসিনার ভাষণের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদী কর্মসূচি

মো.জাকির হোসেন
শেখ হাসিনার ভাষণের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদী কর্মসূচি
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্তি উপলক্ষে আজ রাতে তিনি ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ভাষণের প্রতিবাদে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

সংগঠনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, "বাংলাদেশের ছাত্রদের ওপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশ্যেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হা-সি-না। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল রাত ৯টায় (যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা) ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।"

তারা সারা দেশের প্রতিটি মোড়ে, বাজারে এবং হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচারের আহ্বান জানিয়েছে। এছাড়া, দেশের সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেলকে "জুলাই গণঅভ্যুত্থান" বিষয়ে বিশেষ বুলেটিন প্রচারের অনুরোধ করেছে।

সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক পোস্টে লিখেছেন, "হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।"

উল্লেখ্য, গত মাসে শেখ হাসিনার ভারত থেকে ভাষণ দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচারিত হয়, যা পরে সম্পাদিত এবং বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আগেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের দাবিদাওয়া প্রচার করেছে। তাদের সাম্প্রতিক কর্মসূচির মধ্যে ছিল সারা দেশে লিফলেট বিতরণ, সমাবেশ এবং জনসংযোগ।

আজকের কর্মসূচি সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, "যে সকল মিডিয়া আগামীকাল (বুধবার) হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করবো।"

এই প্রতিবাদী কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ভাষণ এবং তার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়