প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩২
সাংবাদিক আরিফ বিল্লাহকে নারায়ণপুর প্রেসক্লাবের সংবর্ধনা
নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার-২০২৪ অর্জন করায় নারায়ণপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (৪ জানুয়ারি, ২০২৫) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মুহাম্মদ আরিফ বিল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা।
এ সময় প্রেসক্লাব সভাপতি এম. রেজোয়ান বাদল, সাধারণ সম্পাদক মিঞা মো. মামুন, সংবর্ধিত সাংবাদিক ও নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, নির্বাহী সদস্য ও দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজম্মেল প্রধান হাসিব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শরীফুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।