প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১
কচুয়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কচুয়া পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা সেলিম মোর্শেদ ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় কচুয়া থানা পুলিশ ও চাঁদপুরের ডিবি পুলিশের অভিযানে কচুয়া উত্তর বাজার থেকে মির্জা সেলিম মোর্শেদকে এবং মোখলেছুর রহমানকে বিশ্বরোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন জানান, মির্জা সেলিম মোর্শেদকে ২০১৮ সালে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভার প্রচারে বাধা ও হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়। অপরদিকে মির্জা সেলিম মোর্শেদকে ধর্তব্য অপরাধ সংগঠনে জড়িত আছে মর্মে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। বুধবার মির্জা সেলিম মোর্শেদ ও মোখলেছুর রহমানকে চাঁদপুরের আদালতে প্রেরণ করা হয়।