বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৫

নগদ টাকাসহ ৩০ লাখ টাকার মালামাল উধাও

চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডে সিগারেটের গোডাউনে দুর্ধর্ষ চুরি

চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডে সিগারেটের গোডাউনে দুর্ধর্ষ চুরি
চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডস্থ কাজী ট্রেডার্সের সিগারেটের এই গোডাউনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডস্থ কাজী ট্রেডার্সের সহযোগী প্রতিষ্ঠান মেহেদী এন্টারপ্রাইজের সিগারেটের গোডাউনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোরের দল ওই গোডাউনের তালা কেটে নগদ ৮ লাখ টাকা ও ২২ লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট লুট করে নিয়ে যায়।

আবুল খায়ের টোব্যাকোর ডিস্ট্রিবিউটর চাঁদপুরস্থ কাজী ট্রেডার্সের সহযোগী প্রতিষ্ঠান মেহেদী এন্টারপ্রাইজ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) দিবাগত রাত সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। প্রায় ৮ জন চোর এই চুরি ঘটনা ঘটায় বলে ধারণা করছে পুলিশ। এ সময় চোরের দল আবুল খায়ের টোব্যাকো কোম্পানির মেরিজ, সানমুন, ব্ল্যাক ডায়মন্ড, আবুল বিড়ি ম্যাচ-এর কার্টুন চুরি করে নিয়ে যায়। চোরেরা সিগারেট বিক্রির নগদ প্রায় ৮ লাখ টাকাও সেখান থেকে নিয়ে যায়।

জানা গেছে, চুরির পূর্ব মুহূর্তে মেহেদী এন্টারপ্রাইজের সহযোগী ম্যানেজার ইউসুফের বাসার তৃতীয় তলায় দরজা আটকে দিয়ে নিচে চুরির ঘটনাটি ঘটায়। খবর পেয়ে মেহেদী এন্টারপ্রাইজের ম্যানেজার মাহাতাব ঘটনাস্থলে ছুটে এসে তালা কাটা অবস্থায় গোডাউনের ভেতরে সব তছনছ দেখতে পায়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ ঘটনাস্থলে এসে তদন্ত করেন ও গোডাউনের বাইরের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন।

তবে চোরচক্র চুরির ঘটনা ঘটিয়ে মেহেদী এন্টারপ্রাইজের ভেতরে সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

এই চুরির ঘটনায় সহকারী ম্যানেজার ইউসুফ জানান, স্ট্র্যান্ড রোডে মেহেদী এন্টারপ্রাইজের বিল্ডিংয়ের তৃতীয় তলায় তিনি বসবাস করেন। তবে চোরেরা তার ঘরের বাইরে দিয়ে দরজা আটকে দিয়ে নিচে গোডাউনে তালা কেটে চুরির ঘটনা ঘটায়। এই ঘটনার সাথে যদি কোম্পানির কোনো লোক জড়িত থাকে তাহলে তাদেরকে তদন্ত সাপেক্ষে ধরে এনে আইনগত ব্যবস্থাগ্রহণ করার দাবি জানান তিনি।

এদিকে বহিরাগত চোরের দল এর পূর্বেও পিকআপ ভ্যান নিয়ে রাতের আঁধারে অনেক দোকানে চুরির ঘটনা ঘটিয়েছে। স্ট্র্যান্ড রোড এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলেই এই চুরির সাথে যারা জড়িত রয়েছে তাদের সন্ধান পাওয়া যাবে। তাই এ ঘটনায় পুলিশের সহযোগিতা কামনা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়