বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৯

হাজীগঞ্জে ভোরের আলোতে তিন ওমরা হজ্ব যাত্রীর সর্বস্ব লুট

হাজীগঞ্জে ভোরের আলোতে তিন ওমরা হজ্ব যাত্রীর সর্বস্ব লুট
ছবি : প্রতীকি
কামরুজ্জামান টুটুল

ওমরা হজ্ব করে বাড়ি ফেরার পথে ভোরের আলোতে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরেছেন তিন যাত্রী। তাদেরকে বহনকারী মাইক্রোবাসে দুর্বৃত্তরা হামলা করে সব কিছু ছিনিয়ে নিয়ে যায়।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) ভোর আনুমানিক ৫টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ-কচুয়া সড়কের হাজীগঞ্জ বাজার এলাকার মকিমাবাদ তাকওয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটি হজরত শাহজালাল বিমানবন্দর থেকে হাজীগঞ্জ হয়ে লক্ষ্মীপুরের কমলনগরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মাইক্রোবাসটি ভাংচুর এবং চালককে মারধর করে হজ্ব যাত্রীদের তিনটি ট্রলি ও একটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরপাগলা গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে মাহবুবুর রহমান, তার মা ও স্ত্রী।

হজ্বযাত্রী মাহবুবুর রহমান ও মাইক্রোবাস চালক জানান, একটি পিকআপ (মিনি ট্রাক) এসে তাদের গাড়ি গতিরোধ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির আয়না (গ্লাস) ভাংচুর এবং চালককে মারধর শুরু করে মালামাল নিয়ে যায়। তারা আরো জানান, কচুয়া থেকেই তাদের ফলো করে ট্রাকটি। তারা বিষয়টি বুঝতে পারেননি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা (ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা) লিখিত অভিযোগ দেননি। তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়