প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫৭
শেখ মুজিবের বাড়িতে বুলডোজার, ভাঙচুরের পর অগ্নিসংযোগ
ধানমন্ডি ৩২-এ ইতিহাসের সমাপ্তি!
ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৫: বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর। ইতিহাসের সাক্ষী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িতে প্রবল ছাত্র-জনতার আন্দোলনের পর অবশেষে বুলডোজার প্রবেশ করল। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে একটি বিশাল ক্রেনযুক্ত বুলডোজার বাড়ির ভেতরে ঢুকে পড়ে, যা এ বাড়ির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার সৃষ্টি করেছে।
|আরো খবর
আন্দোলনের সূত্রপাত ও ‘বুলডোজার মিছিল’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শেখ হাসিনার অনলাইন ভাষণের প্রতিবাদে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষিত ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যার পর থেকেই শাহবাগ থেকে হাজারো ছাত্র-জনতা ধানমন্ডি অভিমুখে যাত্রা শুরু করে।
রাত ৮টার দিকে আন্দোলনকারীরা ৩২ নম্বর এলাকায় প্রবেশ করেই শেখ মুজিবের বাড়ির মূল ফটক ভেঙে ফেলে। মুহূর্তের মধ্যে সেখানে শুরু হয় তাণ্ডব। শেখ মুজিবের ভাস্কর্য, মুর্যাল, দরজা-জানালা ভেঙে ফেলা হয়। পরে উত্তেজিত জনতা পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা ও ধর্মীয় স্লোগানে প্রকম্পিত ধানমন্ডি
বিক্ষোভ শুরুর পরপরই ধানমন্ডি ৩২ নম্বরে সেনাবাহিনীর মোতায়েন থাকলেও তারা শুরুতে সরাসরি কোনো হস্তক্ষেপ করেনি। আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টাও সীমিত ছিল। এদিকে ছাত্র-জনতার পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের একটি বিশাল অংশ সেখানে উপস্থিত হয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।
শেষ বাঁধন ছিন্ন: বুলডোজারের প্রবেশ প্রথম দিকে সেনাবাহিনীর বাধার কারণে বুলডোজার প্রবেশে বিলম্ব হয়। তবে রাত ১১টার দিকে বিশাল ক্রেনযুক্ত বুলডোজারটি বাড়ির ভেতরে প্রবেশ করে, যা ইতিহাসের এক নতুন মোড়ের ইঙ্গিত দেয়।
পূর্বসূত্র: ইতিহাস ধ্বংসের প্রথম ধাপ এটি নতুন কোনো ঘটনা নয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ৩২ নম্বর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছিল। সেই সময় বঙ্গবন্ধুর ব্যবহৃত অনেক মূল্যবান নিদর্শন ও নথিপত্র ধ্বংস হয়ে যায়।
কী হতে পারে পরবর্তী ধাপ? বর্তমানে ধানমন্ডি ৩২ নম্বরে চরম উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা, তা নিয়ে জনমনে সংশয় রয়ে গেছে। ভবিষ্যতে এই বাড়ির কী হবে, সরকার কী পদক্ষেপ নেবে, এবং রাজনৈতিক প্রেক্ষাপট কী মোড় নেবে, তা নিয়ে গোটা দেশ এখন দারুণভাবে উত্তেজিত।
[ব্রেকিং নিউজের সবশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে]
ডিসিকে/এমজেডএইচ