প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩৬
লিফলেট বিতরণকারী বিসিএস কর্মকর্তা মুকিব মিয়া গ্রেপ্তার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়াকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। এছাড়াও তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করেন। এই লিফলেট বিতরণের কারণে প্রশাসনের নজরে আসেন তিনি। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
|আরো খবর
ডিসিকে/এমজেডএইচ