প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মাঠ আছে, আগের মতো খেলা নেই-৩
এটি হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস মাঠ। উপজেলার মধ্যে ব্যস্ত মাঠ তথা খেলাধুলা আর অনুষ্ঠান হয় সবচেয়ে বেশি এ মাঠে। সরকারি বা স্থানীয়ভাবে খেলার নির্ভরযোগ্য মাঠ এটি। সরকারি পৃষ্ঠপোষকতার যতো খেলাধুলা আর রাষ্ট্রীয় দিবসের যতো অনুষ্ঠান এ মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। এতো কিছুর পরেও স্থানীয়ভাবে খেলাধুলায় আগের সেই জৌলুস যেন নেই মাঠে। এই তো এক দশক আগেও এই মাঠে ২/৩ গ্রুপে ভাগ ভাগ করে প্রতিদিন বিকেলে খেলাধুলা হতো আর মাঠ লোকে লোকারণ্য হয়ে যেতো। এখন প্রতিযোগিতামূলক যতো খেলা হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়, তার বেশিরভাগ খেলোয়াড় উঠে আসে টোরাগড় গ্রাম থেকে তথা এ মাঠে খেলাধুলা শিখা খেলোয়াড়রা। এখনো প্রতিদিন বিকেলে স্থানীয়ভাবে এই মাঠে ফুটবল আর ক্রিকেট খেলা জমে উঠলেও হারাতে বসেছে হা-ডু-ডু, ব্যাডমিন্টন, ভলিবলসহ শ্রেণীর খেলাগুলো।
কলেজ অধ্যক্ষ আবু ছাইদ জানান, আমাদের ছাত্র-ছাত্রীরা তো নিয়মিত খেলাধুলা করে থাকে, পাশাপাশি যে কোনো খেলাধুলায় আমাদের মাঠ ব্যবহারের অনুমতি দেওয়াসহ আমরা পৃষ্ঠপোষকতা দিয়ে খেলোয়াড়দের সহযোগিতা করে থাকি। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপশ শীল জানান, রাষ্ট্রীয় সকল খেলাধুলাসহ এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিয়মিত মাঠ ব্যবহার করে খেলাধুলা করে থাকে।
ছবি ও প্রতিবেদন : কামরুজ্জামান টুটুল, ব্যুরো ইনচার্জ, দৈনিক চাঁদপুর কণ্ঠ, হাজীগঞ্জ।