বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০২:১১

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত, ১০ আগস্টের পর কমার সম্ভাবনা

বৃষ্টি আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
বৃষ্টি আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে
ছবি : সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৩০ জুলাই ২০২৫) দুপুরে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, এবার বর্ষার শেষে এসে বৃষ্টিপাত বেড়েছে। ১০ আগস্টের পর বৃষ্টি কিছুটা কমতে পারে। এর আগে কম বেশি বৃষ্টিপাত থাকবেই দেশজুড়েই। তবে আমরা ৩-৫ দিনের বেশি পূর্বাভাস দেই না। ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন বৃষ্টি থাকতে পারে।

তিনি বলেন, বর্ষাকালে একদম বৃষ্টি বন্ধ হবে না। দেশে প্রতিটি বিভাগে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। শুধু রংপুর ও রাজশাহীতে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র ৬ মিলিমিটার।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : জাগো নিউজ

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়