শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৯:৪১

শ্রীমঙ্গলে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) শ্রীমঙ্গল থানার এসআই মো. সাইদুর রহমান, এএসআই মো. আওলাদ হোসেন, এএসআই মো. নজরুল ইসলাম অভিযান চালিয়ে সিআর ৬০/২৩-এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার লইয়ারকুল (গোপালপুর) গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে কাশেম মিয়া-কে গ্রেপ্তার করা হয় এবং পিটিশন মামলা নং-১৯৩/২৫ (শ্রীঃ)-এর ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি উপজেলার পুটিয়াছড়া চা বাগানের সমিরন কন্দের মেয়ে শেফালী কন্দ ও সিআর ৬৩৬/২৪ (রামগঞ্জ)-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে উপজেলা গাজীপুর নন্দিগ্রাম, বর্তমান ঠিকানা শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওয়ের মো. মানিক মিয়ার মেয়ে হেলেনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়