প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২৩:৩১
আজ সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৪তম মৃত্যুবার্ষিকী

চাঁদপুর জেলার এক সময়ের প্রখ্যাত সাংবাদিক, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য, অনন্যা নাট্য গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা
|আরো খবর
তিনি ১৯৫৮ সালে চাঁদপুর শহরে এক সনাতনী পরিবারে জন্মগ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়ো।
মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি জাতীয় দৈনিক সংবাদের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ডিএন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ডিগ্রি পাস করেন।
তারপর তিনি কুমিল্লা ল' কলেজে ভর্তি হয়ে আইন বিষয়ে লেখাপড়া করেন।
১৯৯১ সালের ১ আগস্ট বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় চাঁদপুর শহরের ইস্টার্ন লাইব্রেরিতে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ইহকাল ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা, বাবা-মা রেখে যান। সে সময় তাঁর বয়স হয়েছিলো মাত্র ৩৩ বছর।
আজ তাঁর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে পূজার্চনার আয়োজন করা হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ