শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২০:৩১

মতলব দক্ষিণে ইসলামিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলব দক্ষিণে ইসলামিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

মতলব দক্ষিণে ইসলামিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল ১১টায় নায়েরগাঁও বাজারের মোল্লা টাওয়ারে অবস্থিত হাসপাতালের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার।

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান মিঠু তালুকদার ও ব্যবস্থাপনা পরিচালক আসলাম মিয়াজী। উপস্থিত ছিলেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন প্রধান, হাসপাতালের পরিচালক মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন প্রধান, সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাইয়ুম হোসেনসহ নায়েরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, পল্লী চিকিৎসক, সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আশ্বিনপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। পরে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়