শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৮:৫২

চাঁদপুরের আতহার আলীসহ মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় সাফল্য

আফছার হোসাইন, কায়রো, মিশর থেকে
চাঁদপুরের আতহার আলীসহ মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় সাফল্য

বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক (সানাভিয়া) পর্যায়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ফলাফলে মেধার শীর্ষে বাংলাদেশের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত মেধা তালিকায় সেরা দশে স্থান পাওয়া ছয়জনই বাংলাদেশি, যা মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যে এক অসাধারণ গৌরবের মুহূর্ত।

শনিবার (২৬ জুলাই) আল-আজহারের অফিসিয়াল ফেসবুক পেইজে ফলাফল প্রকাশ করা হয়। সেখানে আরবি সাহিত্য (আদবী) শাখায় টপ-টেন তালিকায় বাংলাদেশের ছয়জন শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ অবস্থান ঘোষণা করা হয় এবং তাদেরকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

সেরা দশে স্থান পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা হলেন : মোহাম্মদ আকরাম হুসাইন (নাটোর)– ৯৪.৬৩% নম্বর নিয়ে ৩য় স্থান; সাদিকুর রহমান সাফওয়ান (সিলেট)– ৯৪.৪৮% নম্বর নিয়ে ৪র্থ স্থান; আশরাফুল ইসলাম-৯২.৯৯% নম্বর নিয়ে ৫ম স্থান; মুহিউদ্দীন আব্দুল কাদের (রাজশাহী)–৯২.২৯% নম্বর নিয়ে ৬ষ্ঠ স্থান; আতহার আলী (চাঁদপুর)-৯২.২৯% নম্বর নিয়ে ৭ম স্থান; মোহাম্মদ ইমরান আহমদ ফিরদাউস (সিলেট)–৯১.৯৪% নম্বর নিয়ে ৯ম স্থান।

উল্লেখযোগ্যভাবে স্নাতক পর্যায়ের বিভিন্ন শাখার ফলাফলেও একাধিক বাংলাদেশি শিক্ষার্থী শীর্ষ দশে স্থান অর্জন করেছেন, যা বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন।

ফলাফলে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে সোমালিয়ার এক শিক্ষার্থী (৯৫.০৭%) এবং ইন্দোনেশিয়ার মারিয়াম হাসান আদম (৯৪.৭৮%)।

বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সাধারণ সম্পাদক এস. এম. ফকরুল ইসলাম বলেন, “মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের এই উজ্জ্বল সাফল্য আমাদের গভীর আনন্দ ও গর্বের অনুভূতি দেয়। তারা শুধু নিজেদের নয়, সমগ্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানকে বিশ্বের দরবারে তুলে ধরেছে।”

তিনি সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়