শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৭:২৪

শাহরাস্তিতে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
শাহরাস্তি পৌর সভার ৮ নং ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী।

শাহরাস্তি উপজেলা সদর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) সন্ধ্যায় বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে ৮ নং ওয়ার্ডের কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী। এ সময় তিনি পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, বিএনপির নেতা বিল্লাল হোসেন খোকন, মনির হোসেন মিয়াজী, সিরাজুল ইসলাম, কামাল হোসেন মাস্টার, গাজী আবুল আহাদ, আনিছুর রহমান, এনায়েত হোসেন, যুবদল নেতা আবুল কাশেম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়