প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২০:১৭
ধনাগোদা নদীতে গোসলে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ আরাফাত (৬)-এর লাশ ৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুর সাড়ে বারোটার সময় এ উদ্ধারের ঘটনাটি ঘটে। আরাফাত সিপাইকান্দি ভুঁইয়া বাড়ির আবুল কালাম (আবু) ভুঁইয়ার ছেলে।
|আরো খবর
জানা যায়, নিহত আরাফাত (৬) তার বড়ো ভাই নিহাদ (১০) ও তার বড়ো বোন অনু (১২)-এর সাথে বাড়ির পাশে ধনাগোদা নদীতে গোসল করতে যায়। বড়ো ভাইবোন দুজন বাড়ি ফিরে যায়। ছোট আরাফাত বাড়ি ফিরে না আসার কারণে পরিবারের লোকজন ও এলাকাবাসী বাড়ির আশেপাশে, রাস্তাঘাটে, নদীতে অনেক খোঁজাখুঁজি করে। না পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে আসে। খবর পেয়ে আসে মতলব উত্তর থানা পুলিশের একটি টীম । চাঁদপুর থেকে ডুবুরি দল আসে। ডুবুরি দল নিখোঁজ আরাফাতকে খুঁজতে নদীতে নেমে নিখোঁজের ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন। উদ্ধার কাজে নেতৃত্ব দেন চাঁদপুর নদী স্টেশন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ রাকিবুল ইসলাম। মতলব উত্তর ফায়ার সার্ভিসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টীম লিডার ইকবাল হোসেন ও মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন। লাশ উদ্ধারের পর দাফনের অনুমতি দেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ রবিউল হক।