বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৪

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা

ক্রীড়া প্রতিবেদক।।
সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা
২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, টুর্নামেন্টটি নকআউট পদ্ধতিতে চলবে। এবার ৮ উপজেলার যে ৮টি দল অংশগ্রহণ করবে তাদের মধ্যে কেউ বাইরের খেলোয়াড় থাকবে না। প্রত্যেক খেলোয়াড়কে নিজ নিজ উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কারণ অনেক সময় বাইরের (বিদেশী) খেলোয়াড় আনার কারণে স্থানীয় অনেক খেলোয়াড় বাদ পড়ে যায়। ভালো মানের ফুটবলার বের করে আনতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, এ বছর ভালো মানের খেলোয়াড়দের নার্সিং করবো। প্রয়োজনে বাহির থেকে কোচ নিয়ে আসা হবে তাদের জন্যে। এ বছর চাঁদপুরবাসীকে আমরা একটা ভালো ফুটবল টুর্নামেন্ট উপহার দিতে চাই।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আনিসুর রহমান, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা যোবায়ের ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এইচএম নিজাম। সভায় জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ১৯৮৪ সালে চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠতি হয়েছিলো। দুই বছর বন্ধ থাকার পর আবার আয়োজন হলো ২১তম ফুটবল টুর্নামেন্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়