বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪

ইতালির মুসলিমরা প্রতিহিংসার শিকার

ইতালি প্রতিনিধি
ইতালির মুসলিমরা প্রতিহিংসার শিকার

ইতালির ভেনিস শহরের একটি পার্ক। প্রতি শুক্রবার এখানে খোলা আকাশের নিচে জড়ো হন এক হাজারেরও বেশি মুসল্লি। নামাজ আদায়ের এই ব্যতিক্রম উদ্যোগ মুসলমানদের ধর্মীয় আনুগত্যের চিত্র যেমন তুলে ধরে, একইভাবে স্পষ্ট করে দেয় সামাজিক ও রাজনৈতিক সংকট। ধর্মীয় স্বাধীনতা প্রশ্নের মুখে পড়ে।

এই কর্মসূচি কোনো উৎসব নয়, প্রতিবাদ। শহরের একটি মসজিদ ‘মসজিদুল ইত্তেহাদে’ নামাজ আদায় স্থানীয় প্রশাসনের নির্দেশে নিষিদ্ধ করা হয়। প্রশাসনের ব্যাখ্যা, শহরের কেন্দ্রস্থলে নতুন কোনো উপাসনালয় নির্মাণ করা যাবে না। এমন একটি স্থানীয় আইনের আওতায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

স্থানীয় মুসলিম কমিউনিটি মনে করে, এই সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত এবং মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করার চেষ্টা। তাদের ভাষ্য অনুযায়ী, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা। বর্তমান ডানপন্থী সরকারের মুসলিমবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ।

এখানে মনে করিয়ে দেওয়া জরুরি, ইতালির সংবিধানের ১৯তম ধারা স্পষ্টভাবে বলে : “প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের, প্রচারের ও চর্চার পূর্ণ স্বাধীনতা রয়েছে, যতক্ষণ না তা জনশৃঙ্খলা বা নৈতিকতার বিরুদ্ধে না যায়।”

প্রশ্ন হলো : কেনো মুসলিমদের বিরুদ্ধে এই বৈষম্য? কেনো একটি শান্তিপূর্ণ উপাসনালয় বন্ধ হয়ে যাবে শুধুমাত্র একটি স্থানীয় বিধির ছুতোয়? এর পেছনে যদি সত্যিই রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে, তবে সেটি শুধু সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার খর্ব করা নয়, ইতালির গণতন্ত্র এবং মানবাধিকারকেও প্রশ্নবিদ্ধ করে।

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা পলাশ রহমান বলেন, এমন একটি অযৌক্তিক আইন ভবিষ্যতে ইতালির জন্যে লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। কারণ, আমরা ইতালির যে সভ্যতা, সংস্কৃতির সাথে পরিচিত, তার সাথে এই আইন সাংঘর্ষিক। শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারবে না একদল মানুষÑ২০২৫ সালে এটা কোনো সভ্য দেশে গ্রহণযোগ্য নয়।

ইতালির মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে চাইছে। কিন্তু সরকার নিজেই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ফেলেছে। ডানপন্থীরা মনে করে, মুসলিমদের ধর্ম পালনে বাধা দিলে তাদের ভোট বাড়ে। এমন পরিস্থিতিতে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকার আদায়ের জন্যে প্রতিবাদই হয়ে উঠে একমাত্র ভাষা। সেই প্রতিবাদের শান্তিপূর্ণ প্রতিফলন আমরা দেখছি প্রতি শুক্রবার ভেনিসের পিরাগেত্তো পার্কে। খোলা আকাশের নিচে প্রার্থনায় রত হাজারো অধিকারবঞ্চিত মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়