বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১২

রামগঞ্জে আগুনে পুড়ে দুই দোকানের ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রামগঞ্জে আগুনে পুড়ে দুই দোকানের ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে দুই দোকানের ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। জানা গেছে, রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা বাজারে বুধবার দিবাগত রাত দেড়টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে জয়নাল আবদীন ও শামীম হোসেনের দুটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকান দুটি পুড়ে যায়। রামগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মোহাম্মদ নুরুল আফসার জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট হতে আগুনের সূত্রপাত

হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ

এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়