প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪
বাকিলাতে রাজিয়া পেইন্টিং বিজনেস পয়েন্টের উদ্বোধন

হাজীগঞ্জের বাকিলা শেখ মার্কেটের ২য় তলাতে উদ্বোধন হয়ে গেলো রাজিয়া পেইন্টিং বিজনেস সেন্টারের। নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হলাে।
মিলাদ পরিচালনা করেন হাফেজ কাউসার হোসেন ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাকির হোসেন। এতে উপস্থিত ছিলেন সমাজসেবক আবু তাহের তালুকদার, জাহাঙ্গীর হোসেন, শেখ শাহজাহান, শরীফ হাওলাদারসহ বহু গণ্যমান্য ব্যক্তি।
যুব উন্নয়ন অধিদপ্তর, যুব মহিলা অধিদপ্তর, ব্রাকের সহায়তায় ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানা জানান, এখানে নারীদেরকে সেলাই প্রশিক্ষক , ব্লক বাটিক, কুশি কাটা, নকশীকাঁথা তৈরি শিখানোসহ নারীদের দক্ষতা বৃদ্ধি করার জন্যে হাতের কাজ শেখানো হবে।