বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭

মতলব উত্তরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন

এবারের উৎসব আরও আনন্দদায়ক হবে : ইউএনও মাহমুদা কুলসুম মনি

মাহবুব আলম লাভলু
এবারের উৎসব আরও আনন্দদায়ক হবে : ইউএনও মাহমুদা কুলসুম মনি

মতলব উত্তর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপের প্রস্তুতি পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ও থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক । বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১২ টা থেকে ছেংগারচর পৌরসভা ও মোহনপুর ইউনিয়নের মন্দির পরিদর্শন করেন।

এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ স্থানীয় মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, উৎসবকারীদের মাঝে ইতোমধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। এবারের উৎসব আরও আনন্দদায়ক হবে।পূজা মণ্ডপের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। দর্শনার্থীরা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজার আয়োজনে যোগ দিতে পারেন সে ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমি শৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি অত্যন্ত সুন্দর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।দেশের সার্বিক কল্যাণের জন্যে সকলে করবো।

ওসি মো. রবিউল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপ আমাদের মনিটরিংয়ের আওতায় থাকবে। কোনো রকম বিশৃঙ্খলা করার সুযোগ নেই।

মতলব উত্তর উপজেলায় ৩৪ মণ্ডপে দুর্গাপূজা পালন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়