বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১

কচুয়ায় কারিগরি শিক্ষার্থীদের সড়কে অবস্থান কর্মসূচি

কচুয়ায় কারিগরি শিক্ষার্থীদের সড়কে  অবস্থান কর্মসূচি
আলমগীর তালুকদার

কচুয়ায় বিএসসি প্রকৌশলীদের ৩ দফা অযৌক্তিক দাবি প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে কারিগরি শিক্ষার্থীরা ।

বুধবার দুপুরে ঢাকা -কচুয়া-গৌরীপুর সড়কের বিশ্বরোড এলাকায় দূরপাল্লাগামী সকল প্রকার যান চলাচল বন্ধ করে দিয়ে কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনকারী শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান, বিএসসি ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি প্রত্যাখ্যানের লক্ষ্যে আমরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছি। এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি, মোহাম্মদ সিয়াম, ওমর ফারুক ও মো. মাহবুবুর রহমানসহ আরো অনেকে ।

গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্য দিয়ে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে ঢাকা-কচুয়া-গৌরীপুর আঞ্চলিক সড়কে চলাচলকারী সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষকদের মধ্যস্থতায় শিক্ষার্থীরা আন্দোলন তুলে নেয় ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়