প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২
বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী বেঁচে নেই
আজ বুধবার বাদ জোহর নামাজে জানাজা

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের বাসিন্দা, প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী আর বেঁচে নেই। তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাত আড়াইটায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি আমেরিকা প্রবাসী স্ত্রী ও কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা আজ (বুধবার) বাদ জোহর তাঁর জন্মস্থান কোড়ালিয়া পাটোয়ারী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
|আরো খবর
উল্লেখ্য, জনাব হানিফ পাটোয়ারী দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।