প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩২
মঠখোলা থেকে বাহির খলিশাডুলী-শেখেরহাট খাল দখল করে বসতঘর নির্মাণ

চাঁদপুর শহরের মঠখোলা পানি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশের মঠখোলা- শেখেরহাট পর্যন্ত খাল দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ বছর ধরে ক'টি পরিবার রাস্তার পাশের খালের ধারে বসতঘর নির্মাণ করে বসবাস করছে।
|আরো খবর
এরই ধারবাহিকতায় মৃত জয়নাল প্রধানিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৪৫) রাস্তার পাশ থেকে ৩০ ফুট খালের ভেতরে পর্যন্ত বালি মাটি দিয়ে ভরাট করে ইট বালি এনে ঘর নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছেন বলে দেখা যায় ।
স্থানীয় সমাজ সচেতন মানুষ ও খালের পাশের জায়গার মালিকগণ খাল ভরাটের বিষয়টি সাংবাদিকদের জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়।
খাল দখলকারী মর্জিনা বেগম সাংবাদিকদের জানান, তৃতীয় লিঙ্গের মৌসুমী তাকে জায়গা বুঝিয়ে দিয়েছেন। তাই তিনি বালু দিয়ে ভরাট করেছেন। অভিযুক্ত মর্জিনা বেগমকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমার কাছে দেখানোর মতো কোনো কাগজপত্র নেই। যদি অন্যায় বা ভুল করে থাকি আমি তা সরিয়ে নেবো।
এক সময় খালটি দিয়ে মালবাহী নৌকা চলাচল করতো। এদিকে খালটি দখলমুক্ত করতে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
বেশ ক'জন নাম প্রকাশে অনিচ্ছুক দৈনিক চাঁদপুর কণ্ঠকে বলেন, মর্জিনার মতো এক নারী যদি বালি দিয়ে খাল দখল করে ফেলে, তাহলে ভবিষ্যতে এই খাল সবাই ভরাট করে নিবে এবং বিপথগামী ভূমিদস্যুরা সুযোগ নিবে। তাই অতি জরুরিভাবে জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করে খাল দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন তারা।