বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৯

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য: ৭ হাজার টাকা জরিমানা গুনলেন কেক দোকানি

আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য: ৭ হাজার টাকা জরিমানা গুনলেন কেক দোকানি

মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেক দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানকালে ‘বেকিং টুলবক্স’ নামের কেক তৈরির উপাদানের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ কারণে দোকানের মালিক আব্দুর রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্য আর বিক্রির জন্য প্রদর্শন বা সংরক্ষণ না করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুল হক এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।

এ বিষয়ে সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, “আমরা নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়