প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৫
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে পৌর কর্তৃপক্ষ।
|আরো খবর
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভায় পৌর প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। এ সময় তিনি শান্তিপূর্ণভাবে পূজা উৎসব পালনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর পরিষদ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সমাজসেবা অফিসার মো. সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও পৌর পরিষদ পরিচালনা কমিটির সদস্য অসীম কুমার কর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বৈদ্য শচী, সম্পাদক সুদীপ দাশ রিংকু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাস, সদস্য সচিব বসন্ত গোয়ালা, পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রণব বৈদ্য, পৌর পূজা উদযাপন পরিষদের সম্পাদক বিশ্বনাথ চৌধুরী ছোটনসহ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শ্রীমঙ্গল পৌরসভার ভেতর অনুষ্ঠিত হতে যাওয়া সার্বজনীন ১৩ টি এবং ব্যক্তিগত ৪টি মন্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।