বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫

ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তার এতো দুর্নীতি!

অনলাইন ডেস্ক
ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তার এতো দুর্নীতি!

শাহরাস্তি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুলসী দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। ইতোমধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেছে। স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের অভিযোগ অনুযায়ী, দীর্ঘ ৮-১০ বছর ধরে একই উপজেলায় কর্মরত থেকে তুলসী দেবনাথ দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিউটির জন্যে নিয়োগ দিতে জনপ্রতি ৫০০-১০০০ টাকা ঘুষ গ্রহণ, মোটর ড্রাইভিং প্রশিক্ষণে অংশ নিতে ৫০০০-৮০০০ টাকা দাবি, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণে ২০০-২৫০০ টাকা উৎকোচ, দলনেতা-দলনেত্রীদের মাসিক ভাতা পাওয়ার পর তাদের থেকে নিয়মিত টাকা কর্তন, এমনকি নির্বাচনকালীন সরকারি ভাতা বণ্টনেও ব্যাপক অনিয়ম করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য ও ১৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে তদন্ত পরিচালিত হয়।

উপরোল্লিখিত বিবরণটি হচ্ছে চাঁদপুর কণ্ঠে সোমবার তুলসী দেবনাথের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের উল্লেখযোগ্য অংশ। তিনি তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারীদের বিরুদ্ধে কী কী প্রতিহিংসামূলক পদক্ষেপ নিয়েছেন সেটি সংবাদটির পরবর্তী অংশে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে উপজেলা আনসার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুলসী দেবনাথ বলেন, আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। কমান্ডার ছাত্তার ও মোস্তফা সহ কয়েকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আমাদের দেশে তুলসী দেবনাথের মতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা দুর্নীতিবাজ, তারা এমন বক্তব্য প্রদান করে থাকে-এটা অতি স্বাভাবিক। কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না। আয়নায় নিজের চেহারাটা ভালো করে দেখে না, নিজেকে শোধরাতে চায় না। জেলা জজ, ডিসি, এসপি, ইউএনও, ওসি ছাড়া আমাদের দেশে অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী তিন বছরের বেশি সময় একই কর্মস্থলে থাকার সুযোগ পায়। এমন সুযোগপ্রাপ্তদের অধিকাংশ কম-বেশি দুর্নীতির আশ্রয় নেয়। শাহরাস্তির তুলসী দেবনাথ তেমনই একজন। তদন্তে ও বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক বা না হোক, সেটা আপাতত দেখার বিষয় নয়। আমরা ৮-৯ বছর শাহরাস্তিতে অবস্থানকারী তুলসী দেবনাথকে যতো দ্রুত সম্ভব বদলি করার বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এতে আনসার ও ভিডিপির মতো সংস্থাটির ভাবমূর্তি নষ্ট হবার হাত থেকে রক্ষা পাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়