প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯
বাংলাদেশ প্রেস ক্লাব-ইউএই’র আহ্বায়ক কমিটি গঠন

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব-ইউএই কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে দুবাইয়ের একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশি টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিক অংশ নেন। খবর আইবিএননিউজ।এতে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এস এম ফয়জুল্লাহ শহীদকে আহ্বায়ক ও দৈনিক কালবেলার প্রতিনিধি ফরহাদ হোসেনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। অন্য পদগুলোতে রয়েছেনÑ যুগ্ম আহ্বায়ক : নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়), আবদুল আলিম সাইফুল (নিউজ২৪), এম এনাম হোসেন (ঢাকা প্রতিদিন), গিয়াস উদ্দিন সিকদার (দৈনিক সমাচার), যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ (শীর্ষ নিউজ ও দৈনিক সংবাদ বাংলাদেশ), অর্থ সচিব মামুনুর রশীদ (সংগ্রাম প্রতিদিন), সদস্য ফখরুদ্দিন মুন্না (গাজী টিভি), আমিনুল হক (খোলা কাগজ ও ৭১ টিভি), গিয়াস উদ্দিন (চট্টলার খবর)।
এছাড়া সিনিয়র সাংবাদিক ও ভাল সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লবকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়। অন্য উপদেষ্টারা হলেনÑআবছার তৈয়বী (দৈনিক আমাদের সময়), আনোয়ার হোসেন (দৈনিক কালবেলা), সাইফুল ইসলাম তালুকদার ( ডিবিসি নিউজ ) ও শেখ ফয়সাল সিদ্দিকী ববি (বাংলা টিভি)।
আহ্বায়ক কমিটির কর্মকর্তাগণ জানান, আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয় করে ঐক্যবদ্ধ একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
দু পর্বের এই অধিবেশনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত আহ্বায়ক এস এম ফয়জুল্লাহ শহীদ। সঞ্চালনা করেন সাংবাদিক কামরুল হাসান জনি ও যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ।
নীতিগতভাবে উক্ত আহ্বায়ক কমিটির সাথে সম্মতি প্রকাশ করেন সাধারণ সদস্য শিবলী আল সাদিক (সময় টিভি), লায়ন মো. আবু ছালেহ্ (দেশ বার্তা), কামরুল হাসান জনি (এখন টেলিভিশন ও সমকাল), নওশের আলম সুমন (গ্লোবাল টিভি), জাসেদুল ইসলাম (নাগরিক টিভি ও বাংলাদেশ প্রতিদিন ), আশরাফুল ইসলাম ভূঁইয়া (দ্যা ম্যাসেঞ্জার), ওবায়দুল হক মানিক (৫২ টিভি), গোলাম সরওয়ার- (বণিক বার্তা), মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি), মাহিম উদ্দিন মুন্না (দৈনিক নতুন সময়), আবু বাক্কার হারুন (দৈনিক বায়েজিদ), কাজী নেজাম (দৈনিক সমাচার, আবুধাবি), ওসমান চৌধুরী (সিএনএন বাংলাদেশ), এস পি কাজল (জেএকে মিডিয়া), ইয়াসিন তন্ময় (দ্যা নিউজ), আরমান চৌধুরী (চট্টগ্রামের খবর), মনির হোসেন (ভাল সংবাদ), ওমর ফারুক ঈশান (চট্টগ্রামের খবর), মো. মাঈনুদ্দীন মালেকি (দৈনিক বিজয়), মুহাম্মদ আলী রশীদ (প্রিয় চট্টগ্রাম), শেখ জাহান রনি (ভোরের পাতা), মো. রিদোয়ান (প্রতিদিন বাংলাদেশ), মির্জা হাবিব (৫২ টিভি), অনিক চৌধুরী (রাজধানী টিভি) ও আবদুল মুকিত (বিডি স্টার টিভি)।