প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১
শ্রীনগরে সিমেন্টের খাম ও স্লাব কারখানার গোডাউনে চুরি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার জাহানাবাদ এলাকার ঢাকা-দোহার সড়কের পাশে অবস্থিত আলম মিস্ত্রির সিমেন্টের খাম ও স্লাব তৈরির কারখানার গোডাউনে চুরির ঘটনা ঘটেছে।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে কারখানার গোডাউনে এ চুরির ঘটনা ঘটে।

কারখানার মালিক আলম মিস্ত্রি জানান, কাজ শেষ করে রাতে নিজ হাতে গোডাউনে তালা লাগিয়ে তিনি বাড়ি চলে যান। পরদিন (১৭ সেপ্টেম্বর) সকালে এসে দেখেন গোডাউনের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখতে পান, রক্ষিত সিমেন্ট, রড, তার ও কড়াইসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। চুরি হওয়া মালামালের বাজারমূল্য প্রায় অর্ধলক্ষাধিক টাকা।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন অন্যের দোকানে চাকরি করার পর কিছু টাকা সঞ্চয় ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে প্রায় দুই বছর আগে এই কারখানা চালু করেন। এখনও ঋণ পরিশোধ শেষ হয়নি। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলেও ছেলেকে সঙ্গে নিয়ে কোনোভাবে কারখানাটি চালিয়ে আসছিলেন। মালামাল চুরি হওয়ায় তিনি চরম হতাশায় ভুগছেন এবং কীভাবে ঋণ শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
এ বিষয়ে তিনি থানায় কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছেন।
ডিসিকে/এমজেডএইচ