শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২১:৫৫

চাঁদপুর জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সম্মেলন কাল শনিবার

প্রেস বিজ্ঞপ্তি ।।
চাঁদপুর জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সম্মেলন কাল শনিবার
সস্মেলনের তিন অতিথি।

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা কমিটির সম্মেলন আগামীকাল ২ আগস্ট ২০২৫ (শনিবার) বিকেল ৩টায় চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠিত হবে। এবারের জেলা সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি কর, উন্নত জাতি গঠনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ কর'।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, কবি-প্রাবন্ধিক-গবেষক জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব ও কেন্দ্রীয় সহ-সভাপতি অমৃত কারণ। সম্মেলনে সভাপতিত্ব করবেন সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মো. বিলাল হোসেন।

সম্মেলনে সকল পর্যায়ের শিক্ষককে অংশগ্রহণের জন্যে অনুরোধ করেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন ঢালী, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মো. আলী আক্কাছ ও সদস্য সচিব মো. মাহফুজুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়