প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২১:৪৬
লাইটার জাহাজের আহত ক্রুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

চাঁদপুরে লাইটার জাহাজের একজন আহত ক্রুকে উদ্ধার করে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
|আরো খবর
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ৩০ জুলাই বুধবার রাত ১০টায় ‘এমভি মাজেদা খাতুন’ নামক বরিশাল হতে ঢাকাগামী এক লাইটার জাহাজের উইন্ডেলসের যান্ত্রিক ত্রুটির কারণে ১জন ক্রু গুরুতর আহত হন। এ বিষয়টি জাহাজ মাস্টার কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবহিত করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে রাত ১১টায় একটি মেডিক্যাল টিম অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্যে হাইস্পিডবোট যোগে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল আহত ব্যক্তিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে পুনরায় জাহাজে পৌঁছে দেয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।