শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২

দুর্গোৎসব উদযাপনে মনোহরগঞ্জ বুড়া কালীবাড়িতে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
দুর্গোৎসব উদযাপনে মনোহরগঞ্জ বুড়া কালীবাড়িতে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

আসছে ২৮ সেপ্টেম্বর বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাধীন বিপুলাসার শ্রী শ্রী বুড়া কালীবাড়িতে আনন্দময়ী সংঘের আয়োজনে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লিফলেট সূত্রে জানা যায়, সনাতনী সংস্কৃতি ধ্বংসকারী ডিজে, হিন্দি গান, অশ্লীল নৃত্য ইত্যাদির মতো বিভিন্ন অপসংস্কৃতিকে ছুড়ে ফেলে সনাতনের মহামূল্যবান সংস্কৃতি জাগ্রত ও তুলে ধরতে বদ্ধপরিকর। এরই সূচনা হিসেবে প্রথমবারের মতো বিপুলাসার শ্রী শ্রী বুড়া কালী মন্দির প্রাঙ্গণে অষ্টমী পূজায় সন্ধ্যা থেকে বিশেষ সংস্কৃতি অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইভেন্ট সমূহ হলো : শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি (বিবাহিত মহিলাদের জন্য) এবং বৈদিক নৃত্য (স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের জন্যে) এবং যেমন খুশি তেমন সাজ (বৈদিক সাজ-সবার জন্য)। শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতায় মহিলাদের জন্য রয়েছে আর্কষনীয় ১ম পুরস্কার জামদানি শাড়ি। এছাড়াও রয়েছে নবমী পূজার দিন সন্ধ্যায় গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং উপস্থিত সবার জন্য কুইজ প্রতিযোগিতা।

রয়েছে স্বনামধন্য শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও নবমী পূজা শেষে দুপুরবেলা আগত পুণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়