শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫

শাহরাস্তিতে দৈনিক জনপদ পত্রিকার গুণীজন সম্মাননা

অনলাইন ডেস্ক
শাহরাস্তিতে দৈনিক জনপদ পত্রিকার  গুণীজন সম্মাননা
শাহরাস্তিতে দৈনিক জনপদ বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন।

শাহরাস্তিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) বিকেলে রিভার ভিউ রিসোর্টে দৈনিক জনপদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মিয়াজী। শিক্ষক সাইফুল্লাহ খালেদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আবদুর রহীম, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, উপজেলার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, পত্রিকার নির্বাহী সম্পাদক মো. মনিরুজ্জামান মনির প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাসহ সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি। পত্রিকার সম্পাদক রাফিউ হাসান হামজার সার্বিক দিকনির্দেশনায় আলোচনা সভাশেষে অতিথিরা শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে অধ্যক্ষ মো. আবুল কালাম, প্রধান শিক্ষক মো. আবদুর রহীম, সিনিয়র শিক্ষক মো. জসীম উদ্দিনসহ ২৫ জন ব্যক্তি ও সংস্থার প্রতিনিধির হাতে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়