শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩

বেচে দেওয়া দেড় মাস বয়সের শিশু পুলিশের সহযোগিতায় মায়ের কোলে

মাহবুব আলম লাভলু
বেচে দেওয়া দেড় মাস বয়সের শিশু পুলিশের সহযোগিতায় মায়ের কোলে

মতলব উত্তর উপজেলায় দেড় মাস বয়সী নুসাইবা পুলিশের সহযোগিতায় মায়ের কোলে ফিরেছে। ঘটনাটি ঘটেছে ফতেহপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে। জানা যায়, গত বছরের ২৪ এপ্রিল ফতেহপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তারের সাথে একই গ্রামের শাহআলম মৃধার ছেলে ইমরান মৃধার ভালোবাসার সম্পর্কে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে নুসাইবা আক্তার এক কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভেদ চলছিলো। পরে গত ২২ ডিসেম্বর ২০২৪ বিবাহ বিচ্ছেদ হয়। তখন বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে শিশু নুসাইবা আক্তারকে নিয়ে যায় ইমরান মৃধা। পরে তারা নুসাইবাকে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রয় করে দেয়। এ ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে তার মা বৃষ্টি আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে থানার এসআই শাহাদাৎ নুসাইবাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং অফিসার ইনচার্জ মো. রবিউল হকের কাছ থেকে বৃষ্টি আক্তার নুসাইবাকে নিয়ে যান। মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় দেড় মাস বয়সী নুসাইবাকে নিয়ে যাচ্ছেন তার মা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়