বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার
  •   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০
  •   তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
  •   নববর্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ও পটকার শব্দে কম্পিত রাজধানী
  •   চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল: বিপদজনক পরিস্থিতি, রাস্তায় আতঙ্কিত জনতা

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:১২

মহান বিজয় দিবস ও বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অনলাইন ডেস্ক
মহান বিজয় দিবস ও বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদ কর্তৃক বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছেন কাজী শাহাদাত এবং কেক কেটে প্রতিষ্ঠাতা অজিত দত্তকে খাওয়াচ্ছেন শিশু চিত্র শিল্পীরা।

মহান বিজয় দিবস ও বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেক কাটেন ও পুরস্কার প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাত। বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশির কনিষ্ঠ পুত্র, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যক্ষ চিত্রশিল্পী অজিত দত্তের সভাপতিত্বে এবং সহ-সভাপতি, সাংবাদিক ও সংস্কৃতিসেবী মো. আলমগীর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক পিএম বিল্লাল হোসাইন, প্রতিষ্ঠাতা সদস্য শৈবাল মজুমদার, সম্মানিত সদস্য রেখা রাণী মজুমদার ও নূরে আলম, অভিভাবক ইউপি সচিব শ্যামল চন্দ্র দাশ, অমল রক্ষিত, শিক্ষার্থী অর্পিতা দত্ত, শ্রাবণী দে, সাবেরা ইকরা মম, নাফিসা ইসলাম, মুনতাহা পাটওয়ারী, উমা দাস অঙ্কিতা প্রমুখ। উল্লেখ্য, ২০০৯ সালের ১৮ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশির কনিষ্ঠ পুত্র চিত্রশিল্পী অজিত দত্ত তাঁর পিতার প্রতি শ্রদ্ধা রেখে কয়েকজন সংস্কৃতি কর্মীকে নিয়ে প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদ। সংগঠনটি বিভিন্ন জাতীয় দিবস, চিরঞ্জীব ’৭১ চিত্র প্রদর্শনীসহ সামাজিক কার্যক্রম করে আসছে। শতাধিক খুদে চিত্রশিল্পী/ শিক্ষার্থী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সকল শিক্ষার্থীকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদ্‌যাপন করেন অতিথিবৃন্দ। এরপরই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে কৃতিত্বের সনদ ও শিক্ষা উপকরণ প্রদান করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়