প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:৩১
আকিজ কারখানায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ: প্রকৌশলীসহ ৪ জন নিহত, আহত ২
চাঁদপুরের দুই পরিবারের স্বপ্ন ভেঙে গেল
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম। তিনি জানান, সকাল ৯টার দিকে আকিজ ভেঞ্চারের কারখানায় কাজ চলাকালীন একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত চারজনকে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথে আরও দুজন মারা যান।
নিহতদের পরিচয়
নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চাঁদপুরের বাসিন্দা মিজান গাজী ও মাহফুজ। তারা কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
আহতদের অবস্থা
ওসি জাহেদুল ইসলাম আরও জানান, আহত দুইজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার একটি পুরনো সিলিন্ডারের ত্রুটি থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও কারখানার অন্য শ্রমিকরা হতবাক হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা জানান, আকিজ ভেঞ্চারের কারখানাটি এলাকায় দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে। তবে এমন ভয়াবহ দুর্ঘটনা এই প্রথম ঘটল।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন
এই ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই অভিযোগ করছেন, সিলিন্ডারগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
প্রশাসনের পদক্ষেপ
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়। এদিকে প্রশাসন জানিয়েছে, তদন্ত রিপোর্ট পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের পরিবার যেন শোক সইতে পারে, সেই কামনা করেছেন স্থানীয়রা।