প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪
তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
|আরো খবর
তারেক রহমান বলেন, "ইংরেজি নববর্ষের আগমনে সবার জীবনে অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। পুরোনো বছরের ব্যর্থতা, হতাশা এবং গ্লানি পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় নববর্ষ।"
তিনি নতুন বছরে দেশের সামগ্রিক রূপান্তরের আশা ব্যক্ত করে বলেন, "অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এমন একটি জাতি গঠনের স্বপ্ন দেখি, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক নাগরিকের কণ্ঠ হবে স্বাধীন।"
তারেক রহমান আরও বলেন, "এই বছরের তিক্ত অভিজ্ঞতা এবং ছাত্র-জনতার আত্মদান আমাদের যেমন বেদনার্ত করবে, তেমনই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন উদ্যমে উদ্বুদ্ধ করবে। বাংলাদেশের জনগণ বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের জন্য যে সংগ্রামে লিপ্ত, সেটি বাস্তবায়নে আমাদের একযোগে কাজ করতে হবে।"
তিনি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, "নববর্ষ আমাদের অঙ্গীকার করার দিন। গণতান্ত্রিক শক্তির সম্মিলিত প্রচেষ্টায় আমাদের গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে। এ দেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করবে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।"
নতুন বছরে শান্তি, সম্প্রীতি এবং সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, "অন্যায়, উৎপীড়ন এবং নির্যাতন চিরদিনের জন্য দূর হয়ে যাক। নববর্ষ আমাদের সবার জীবনে নতুন আশা এবং সম্ভাবনা নিয়ে আসুক।"
তিনি আরও বলেন, "আমাদের গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী শক্তিকে পরাজিত করে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। নববর্ষে এই অঙ্গীকার নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।"
শেষে তার বার্তা:
"হৃত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমি সংগ্রামী বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।"
সংক্ষেপে:
তারেক রহমানের নববর্ষের শুভেচ্ছা বার্তায় গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ক্ষমতায়ন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান উঠে এসেছে। নববর্ষকে সামনে রেখে বিএনপি একটি নতুন শক্তি নিয়ে এগিয়ে যেতে চায়, যা শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার প্রতীক হয়ে দাঁড়াবে।
প্রতিবেদন : মো: জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপি