প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৩৪
মতলব উত্তরে তারুণ্যের উৎসব
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই,' এই স্লোগানে মতলব উত্তর উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের করে উপজেলা প্রশাসন। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলামসহ কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও একি মিত্র চাকমা বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।