শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২২:২৮

বিষ্ণুদী আজিমিয়া সপ্রাবির সহকারী শিক্ষিকা খোদেজা আক্তারের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
বিষ্ণুদী আজিমিয়া সপ্রাবির সহকারী শিক্ষিকা খোদেজা আক্তারের বিদায় সংবর্ধনা
তালতলা আজিমিয়া সপ্রাবির অবসরজনিত বিদায়ী শিক্ষিকা কাজী খোদেজা আক্তারের হাতে মানপত্র তুলে দেওয়া হয়।

চাঁদপুর শহরের তালতলা বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাজী খোদেজা আক্তারকে বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, সহকারী শিক্ষা অফিসার মানছুর আহমেদ ও ইলিয়াছ।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আবু নাছের পাটওয়ারী বাচ্চু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস স্বপ্না ও আনোয়ার হোসেনের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা নিরু, অভিভাবক কমিটির সভাপতি মির্জা জাকির, সহ-সভাপতি অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, সদস্য হেলাল উদ্দিন, শিক্ষক মাহবুবা সুলতানা, শাহনাজ পারভীন, আবিদা সুলতানা, সুমাইয়া আক্তার, অর্পনা রাণী বিশ্বাস, পপি রাণী দাস, আছমা আক্তার, নাছির আলম, নাইমা সুলতানা প্রমুখ।

এদিন উক্ত শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর সকল সহকর্মী শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

জানা যায়, বিদায়ী শিক্ষিকা উক্ত বিদ্যালয়ে দীর্ঘ এক যুগের অধিক সময় অত্যন্ত সুনামের সাথে সকলের ‘প্রিয় ম্যাডাম’ হিসেবে পরিচিতি লাভ করেন। এর আগে তিনি অন্য বিদ্যালয়ে দীর্ঘ দুই যুগ সুনামের সাথে শিক্ষকতা করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকা কাজী খোদেজা আক্তারকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ নানা উপহার প্রদান করা হয়।

এর আগে বিদ্যালয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনসহ অন্য অতিথিগণ অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়