শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪

শহীদ মিনারে একাত্মতার সুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’

শহীদ মিনারে স্মরণ ও সংগ্রামের শপথ

প্রতিবেদন : মোঃ জাকির হোসেন
শহীদ মিনারে স্মরণ ও সংগ্রামের শপথ
ছবি : সংগৃহীত

জাতীয় ঐক্যের প্রতীক শহীদ মিনার আজ মুগ্ধ হয়েছে বিপ্লবী, আহত ও শহীদ পরিবারের পদচারণায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে অংশ নিতে শহীদ পরিবারের সদস্য ও বিপ্লবীরা একত্র হয়েছেন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের ঢল নামে শহীদ মিনারে। মিরপুর-১২ থেকে এসেছেন শহীদ শাহরিয়ার হাসান আলভীর মা সালমা বেগম ও ছোট বোন। সালমা বেগম জানান, “আমার ছেলে শাহরিয়ার হাসান আলভী ৪ আগস্ট মিরপুর-১০ ফায়ার সার্ভিসের সামনে আন্দোলনে শহীদ হন। আমরা তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবং বৈষম্যবিরোধী আন্দোলনকে সফল করতে এখানে এসেছি।” শহীদ মিনারের পরিবেশ ছিল আবেগঘন ও উদ্দীপনায় ভরপুর। শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করছিল পুরো এলাকা। তাদের স্লোগান ছিল: “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?” “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।” “খুনি হাসিনার ফাঁসি চাই।” বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা শহীদ মিনারের আশপাশে অবস্থান নিয়ে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। সিলেট থেকে আসা একজন শিক্ষার্থী বলেন, “আমরা চাই এই বিপ্লব সফল হোক। এটি আমাদের ভবিষ্যৎ স্বপ্নের দেশ গড়ার প্রথম পদক্ষেপ।” আন্দোলনের প্রধান ঘোষণা আজকের কর্মসূচিতে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। তবে আন্দোলনকারীরা বিকেল ৩টায় একত্রিত হয়ে কর্মসূচি পালন করার ঘোষণা দেন। শহীদ পরিবারের উপস্থিতি এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাস শহীদ মিনারকে আজ এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী করেছে। এ আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে জনমনে কৌতূহল বাড়ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়