রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৮:৩৯

রিয়াদে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
রিয়াদে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সৌদি আরবের রিয়াদে বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) মধ্যরাতে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩তম বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ উদ্যোগে রিয়াদের ২৮নং এক্সিটের আল পাখামা কমিউনিটি সেন্টার মিলনায়তনে ‘উৎসবে আনন্দে ২২ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক অনুষ্ঠানে ছিলো ২২ কেজি ওজনের বিশাল আকারের কেক কাটা ও রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২৬। বরাবরের মতো এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিলো রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, রিয়াদের সাকর ফিটনেস, আমিয়াল গ্রুপ, নিউ এশিয়ান রেস্টুরেন্ট, রিয়াদ ফুড হাউজ, অনলাইন পোর্টাল জনপ্রিয় আলোচিত বার্তা, ফয়সাল সিসিটিভি ও নোভা এন্টারপ্রাইজ।

প্রথম পর্বে প্রবাসের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কেক কাটা। প্রবাসী বিশিষ্টজনেরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।’

মোহনা টেলিভিশন, বাংলা টিভি, নিউজ ২৪, ডিবিসিসহ স্যাটেলাইট চ্যানেল ও প্রিন্ট মিডিয়া পরিবারের পক্ষ থেকে এনটিভি পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক ব্যবসায়ী আলী আহছান কিরনের সভাপতিত্বে ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাথা সানসিটি মেডিকেলের এমডি আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন রিয়াদের আমিয়াল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, এনটিভি দর্শক ফোরামের রিয়াদ মহানগর সভাপতি ব্যবসায়ী স্বপন হাওলাদার, রাজনীতিবিদ হারুনুর রশীদ তালুকদার, ফয়সাল সিসিটিভির এমডি মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সৌদি আরব বাংলাদেশ সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয়। দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পী তানিশা, ইসরাত, জাভেদ, মনিকা, ইমন বাউল গান করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিলো নাচ, গান, কবিতাসহ সাংস্কৃতিক নানান আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)-এর সভাপতি ফারুক আহমেদ চান বলেন, ‘প্রবাসীদের আনন্দ বিনোদন দিতে রিয়াদে নিয়মিত এনটিভির প্রবাস বিনোদন অব্যাহত থাকবে।’ এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়