বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার
  •   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০
  •   তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
  •   নববর্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ও পটকার শব্দে কম্পিত রাজধানী
  •   চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল: বিপদজনক পরিস্থিতি, রাস্তায় আতঙ্কিত জনতা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে তৈরি হয়েছে উত্তেজনা

৩১ ডিসেম্বর শহীদ মিনারে কী ঘটতে যাচ্ছে?

মো: জাকির হোসেন
৩১ ডিসেম্বর শহীদ মিনারে কী ঘটতে যাচ্ছে?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলনে সমন্বয়করা। ছবি : সংগৃহীত

আগামী ৩১ ডিসেম্বর শহীদ মিনারে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে একটি বিশেষ ঘোষণার দিকে ইঙ্গিত করেছেন, যার ফলে দিনটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ২৯ ডিসেম্বর, রবিবার, রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা ৩১ ডিসেম্বরের ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানান।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, "জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে চলেছে, যা গণঅভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে।" তিনি আরও বলেন, "৩১ ডিসেম্বর শহীদ মিনারে মুজিববাদী '৭২-এর সংবিধানের কবর রচিত হবে এবং এটি নতুন বাংলাদেশের সৃষ্টির এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে।"

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমও সংবাদ সম্মেলনে জানান, "বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া উচিত ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে সহযোগিতা পাওয়া যায়নি। এটি একটি দালিলিক দলিল হিসেবে থাকবে, যা পুরনো সিস্টেমের পরিবর্তে নতুন সিস্টেমের পথপ্রদর্শক হবে।"

এর আগে, ২৮ ডিসেম্বর সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে '31st December, Now or Never' স্লোগান দিয়ে পোস্ট করতে দেখা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, "Comrades, 31st DECEMBER! Now or Never." অন্য সমন্বয়ক রিফাত রশিদও একই স্লোগান দিয়ে পোস্ট করেছেন, "All eyes on 31st December, 2024. Now or Never!" তিনি কমেন্টে ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় শহীদ মিনারে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে বলে ইঙ্গিত দিয়েছেন।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ফেসবুকে লিখেছেন, "এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশাআল্লাহ!" একইভাবে, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা লিখেছেন, "শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, বিকাল : ৩টা"।

এ সব পোস্টে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে একটি বিশেষ রাজনৈতিক ঘটনা বা ঘোষণার সম্ভাবনার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে, যা সারা দেশে আলোচনা সৃষ্টি করেছে। সকলের নজর এখন এই দিনের দিকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়