প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১
মুন্সীগঞ্জের শ্রীনগরে আল হেরা আইডিয়াল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মধ্য বাঘরায় অবস্থিত আল হেরা আইডিয়াল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার কার্যকরী পর্ষদের সহ-সভাপতি মির্জা আলম তালুকদার। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোঃ আলম সিদ্দিকী। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম বেলাল বিন নাসের।
ফলাফল ঘোষণার আগে বিশেষ বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আলী হায়দার এবং শিক্ষক রাসেল শেখ। অনুষ্ঠানে মাদ্রাসার প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আল হেরা আইডিয়াল মাদ্রাসা শিক্ষার মান ও শিক্ষার্থীদের সাফল্যের জন্য বিশেষভাবে প্রশংসিত। মাদ্রাসাটির শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।