শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২২:২৫

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় দোয়ার মাহফিলের একাংশ। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৪) হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির প্রতিষ্ঠাতা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন। সভায় বার্ষিক দোয়া-মাহফিল, পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শোক প্রস্তাব ও দোয়া এবং শিক্ষা উপকরণে আর্থিক সহযোগিতা করা হয়।

সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথিসহ সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্, সদস্য এসএম চিশতী, মহিউদ্দিন আল আজাদ ও কামরুজ্জামান টুটুল প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সমিতির সদস্য কাজী ইউনুস ও গীতা থেকে পাঠ করেন দপ্তর সম্পাদক সুজন দাস।

বক্তব্য শেষে বার্ষিক দোয়া-মাহফিল এবং সদস্য হুমায়ুন কবির ও মাইনুদ্দিন মিয়াজীর মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব ও তাদেরসহ সমিতির প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া মহফিল পরিচালনা করেন, কাজী হারুন অর রশিদ। এরপর পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এছাড়াও সভায় সমিতির একজন সদস্যের সন্তানের শিক্ষা উপকরণ ও অপর এক সংবাদকর্মীকে আর্থিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক এম আলী মুজিব, কার্যকরী সদস্য খালেকুজ্জামান শামীম, কাজী মোরশেদ আলম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান ও নজরুল ইসলাম জসিম, সম্মানিত সদস্য অমর দাস, খোরশেদ আলম, শাখাওয়াত হোসেন শামীম, মজিবুর রহমান, হুমায়ুন কবির, মুনছুর আহমেদ বিপ্লব, পাপ্পু মাহমুদ, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ উল্যাহ্ বুলবুল, জহির হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়