শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৪৫

জিলানী চিশতী উবির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি
জিলানী চিশতী উবির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
শাহতলী জিলানী চিশতী উবির বার্ষিক পরীক্ষার ফলাফল বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নিকট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানের যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। প্রধান অতিথি বলেন, আজকে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা শেষে সকলে রেজাল্টের অপেক্ষায় থাকে, কখন রেজাল্ট দিবে। পরীক্ষার মাধ্যমে পড়ালেখার মান উন্নয়ন হয়। আমি তোমাদের সফলতা কামনা করছি। জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নেছার আহমেদ খান-এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তাহমিনা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, মো. লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মো. সাইফুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, সুমন চন্দ্র সরকার, মো. রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা সুলতানা, নাজিয়া মাহবুব, শাহিনা সুলতানা, মো. কবির হোসেন চৌধুরী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মৎ রুবিনা আক্তার, মেহেরুন নেছা, দীপঙ্কর দে, মাওলানা আব্দুল মান্নান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা আক্তার, মো. নজরুল ইসলাম মিজি, মোহসিনা আক্তার, রুকাইয়া খাতুন, তানজিনা খানম, তানিয়া আক্তার, মো. ইয়াছিন খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক শারমিন আক্তারসহ অন্যরা। বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষার ফলাফল সোহেল রুশদীর কাছে হন্তান্তর করেন প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান। পরে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ করেন প্রধান অতিথি। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়