প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৪২
আজ মারকাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল
আজ বুধবার (১ জানুয়ারি ২০২৫) চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ মাদ্রাসা সংলগ্ন মাঠে মারকাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। আলহাজ্ব মোহাম্মদ জামাল হোসেন গাজীর তত্ত্বাবধানে বিকেলে মারকাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার যেসব ছাত্র কোরআনের হাফেজ হয়েছে, তাদেরকে শুরুতেই পাগড়ি প্রদান করা হবে। পাগড়ি প্রদান অনুষ্ঠানের পর পরই শুরু হবে ওয়াজ মাহফিল। মাদ্রাসার পরিচালক আনোয়ার হুসাইনের পরিচালনায় মাহফিলে ওয়াজ করবেন চাঁদপুর শহরের বাইতুস সালাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইয়াছিন, ঢাকার হাজী বেলাল জামে মসজিদের খতিব মাওলানা বেলায়েত হোসেন আরেফী, ঢাকার বনানীর কড়াইল কবরস্থান জামে মসজিদের খতিব মুফতি উবায়দুর রহমান হুজাইফি, চাঁদপুরের ঐতিহাসিক বেগম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহবুবুর রহমান। মারকাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে ওয়াজ মাহফিলের শেষ বক্তা কুমিল্লার সুধন্যপুরের হাকিমুন নফস শায়েখ মুফতি মুস্তাকুন্নবীর বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওয়াজ মাহফিল।