প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:২৪
মতলবে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেটে অলস মেলা দলের আলসে অংশগ্রহণ
মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেটে মুখোমুখি হয় মতলব মাঠের সাবেক খেলোয়াড়দের দল অলস মেলা ক্রিকেট দল ও মতলব উত্তরের আদুরভিটি ক্রিকেট একাদশ। অলস মেলা ক্রিকেট দলের ছিলো যেন আলসে অংশগ্রহণ। মঙ্গলবার (৩১ডিসেম্বর ২০২৪) সকালের ক্রিকেট ম্যাচ দেখার জন্যে অসংখ্য দর্শকের সমাগম হয়। টসে আদুরভিটি একাদশের অধিনায়ক সোহরাব হোসেন পরাজিত হন। অলস মেলা একাদশের অধিনায়ক শামসুজ্জামান ডলার টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আদুরভিটি ক্রিকেট দলে বর্তমান সময়ে টেপটেনিসে সারাদেশ বিচরণ করে খেলা অলরাউন্ডার মুন্নাসহ নতুন প্রজন্মের বেশ ক'জন টেপটেনিসের তারকা খেলোয়াড় অংশগ্রহণ করে । অলস মেলা ক্রিকেট একাদশে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের বয়স ছিলো ৩২বছর। তবে দলের যেই নাম সেই কাজ। দলের নাম অলস মেলা ক্রিকেট একাদশ। খেলা শুরু হওয়ার কথা সকাল ১০টায়।অলস মেলা দলের অধিনায়ক ৫০ বছরের শামসুজ্জামান ডলার ও সহ-অধিনায়ক ৪৫ বছর বয়সের মিজানুর রহমান কাজল দলের নামের সাথে মিল রেখে মাঠে আসেন সাড়ে ১০টায়। অনেকক্ষণ অপেক্ষার পর সাড়ে ১০টাতেই টস। অলস মেলার পক্ষে ব্যাটিংয়ে নামেন ৪১ বছরের বাবু আর সাথে পার্টনার হিসেবে মাঠে নামেন ৪৬ বছরের জসিম। বাবু দুটি চারের মাধ্যমে ৯রান করে আউট হলে মাঠে নামেন দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ৩২বছরের ইব্রাহিম সুমন। ৪-৬-এর মাধ্যমে ২৯ রান করে বিশাল ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারীতে ক্যাচে পরিণত হন ইব্রাহিম সুমনের।এরপর মাঠে নামেন অলরাউন্ডার রাসেল। অপরদিকে ওপেনার জসিম আউট হলে মাঠে নামে একসময়ের মাঠমাতানো অলরাউন্ডার মিজানুর রহমান কাজল। কাজল বর্তমানে সারাদেশ বিচরণ করে খেলা টেপটেনিসের অলরাউন্ডার মুন্নাকে বিশাল ছক্কা মারেন, তবে পরের বলেই মুন্না কাজলকে সরাসরি বোল্ড করলে ৯রান করে আউট হন কাজল। কাজলের উইকেটের পতন হলে মাঠে নামে বাঁহাতি অলরাউন্ডার আশরাফুল জাহান শাওলিন। শাওলিনের উইকেট পতনের মধ্য দিয়ে দলের সংগ্রহ হয় ৫ উইকেটে ৭৭রান। তখন ব্যাটিংয়ে মাঠে নামে মানিক। মানিক ছক্কা মারতে গিয়ে বাউন্ডারীতে ক্যাচে পরিণত হন। দলীয় ৯০রানে তিনি আউট হলে মাঠে নামেন একসময়ের অ্যাটাকিং ব্যাটসম্যান শিপলু। দলীয় রান তখন ৬ উইকেটে ৯৭রান। রাসেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৫ ওভারে দলের সংগ্রহ দাঁড়ায় ১০৮রান। ১১৬রানে ব্যাক্তিগত ৩৬রানে আউট হন রাসেল।ব্যাটিংয়ে মাঠে নামে আলমাছ। ১১৮রানের মাথায় শিপলু আউট হলে মাঠে নামে লিংকন। লিংকন মাঠে নেমেই বিশাল ছক্কা মেরে রানের খাতা খোলেন। ১২৫ রানে অলস মেলা একাদশ অলআউট হয়ে যায়। মতলব উত্তরের আদুরভিটি ক্রিকেট একাদশের হয়ে সারাদেশ মাতিয়ে বেড়ানো টেপটেনিস অলরাউন্ডার মুন্না অলস মেলা একাদশের উদ্বেধনী বোলার রাসেলের প্রথম বলেই বিশাল ছক্কা মেরে রানের খাতা খুললেও পরের বলেই ওভার বাউন্ডারী হাঁকাতে গেলে বাউন্ডারীতে চমৎকার ক্যাচ লুফে নেন অলস মেলার লিংকন। আদুরভিটি দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপ আর অলস মেলা ক্রিকেট দলের সর্বোচ্চ ৫০ ও সর্বনিম্ন ৩২বছরের এই খেলোয়াড়দের প্র্যাকটিস না থাকায় ক্যাচ মিসের মহড়া চলতে থাকে। এতে ১০ ওভারের মধ্যেই আদুরভিটি ক্রিকেট একাদশ জয়ের বন্দরে পৌঁছে যায়। দলীয় অধিনায়ক সোহরাব এ মাঠের প্রবীণ খেলোয়াড়দের জমজমাট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্যে অভিনন্দন জানান। সর্বোচ্চ রান সংগ্রহ করে বিজয়ী আদুরভিটি ক্রিকেট একাদশের জিদান হাফ সেঞ্চুরী করে ম্যান অফ দ্যা ম্যাচ হবার গৌরব অর্জন করেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন ফয়সাল আহমেদ আর আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহবুব আলম ও মাহবুবুর রহমান। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন মতলবের সাবেক তারকা অলরাউন্ডার ও ক্রীড়া সংগঠক মিজানুর রহমান কাজল।